জীবাস্ম জ্বালানী ভিত্তিক বিদ্যুৎ-এর উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে সরকার সরকারি মালিকানাধীন অ-কৃষি জমিতে গ্রিডযুক্ত সোলার ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে। সোলার পার্ক হতে উৎপন্ন বিদ্যুৎ বাণিজ্যিক ভিত্তিতে গ্রিডে সরাসরি সরবরাহ করা হবে।
সোলার পার্কের জন্য দুধরনের জমি নির্ধারণ করা হয়েছে: যেগুলো সরকারি মালিকানাধীন কিন্তু কৃষি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে না এবং অন্যটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ কারীদের মালিকানাধীন ব্যক্তিগত জমি। যেহেতু রেলওয়ে বিভাগের অনেক অব্যবহৃত বা পতিত জমি রয়েছে যেগুলো সোলার পার্কের উন্নয়নে ব্যবহার করা যায়। সোলার পার্ক হতে উৎপন্ন বিদ্যুৎ সরাসরি বাণিজ্যিক ভিত্তিতে গ্রিডে সরবরাহ করা হবে। এর জন্য কোন ব্যাটারি ব্যাক-আপ ব্যবহার করা হবে না। প্রাথমিকভাবে দুটি ক্যাটাগরীতে ৮টি সম্ভাবনাময় সাইট চিহ্নিত করা হয়েছে। আরো বিচার বিশ্লেষণ শুরু হয়েছে।